সু চির পার্টি সদর দফতরে বোমা হামলা
মিয়ানমারের নেত্রী অং সান সু চির রাজনৈতিক দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) সদর দফতরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (২৬ মার্চ) স্থানীয় সময় সকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। ইয়াঙ্গুনে অবস্থিত ক্ষমতাচ্যুত সুচির কার্যালয়ে হামলার পরপরই আগুন ধরে যায়। দলীয় ওই সদর দফতরের দায়িত্বে থাকা এনএলডির সদস্য সো উইন বলেন, আশেপাশের বাসিন্দারা আগুন সম্পর্কে জানতে পেরে ফায়ার সার্ভিসে ফোন দেয়। এরপর ভোর ৫টার দিকে অগ্নিনির্বাপণ কর্মীরা এসে আগুন নেভায়। সো উইন বলেন, মনে হচ্ছে কেউ একজন অফিসে মোলোটভ ককটেল ছুঁড়ে দেয় এবং তাতে আগুন ধরে যায়। এনএলডির ওই সদর দফতরের দায়িত্বে থাকা সোয়ে উইন বলেন,, মনে হচ্ছে কেউ একজন অফিসে মোলোটভ ককটেল ছুঁড়ে দেয় এবং তাতে আগুন ধরে যায়।