ভারতের মুম্বাইয়ে হাসপাতালে আগুন
ভারতের মুম্বাইয়ে একটি হাসপাতালে গতকাল বৃহস্পতিবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অন্তত ১০ জন নিহত হয়েছেন। কর্মকর্তারা জানিয়েছে, বৃহস্পতিবার মধ্যরাতে হাসপাতালটিতে আগুন ছড়িয়ে পড়ে। অগ্নিকান্ডের পর হাসপাতালটি থেকে ৭০ জনেরও বেশি রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তাদের মধ্যে অন্তত ৭ জন ভেন্টিলেটর সাপোর্টে ছিলেন। অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। হাসপাতালটি ড্রিমস মল নামে একটি শপিং মলে অবস্থিত। হাসপাতালটি শুধু করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য বিশেষ ভাবে বানানো।
Posted in: আর্ন্তজাতিক