সৌদি বাদশাহ ও যুবরাজের শুভেচ্ছা, রাষ্ট্রদূতের অভিনন্দনবার্তা
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশ ও এর জনগণকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমান। বার্তায় তাঁরা রাষ্ট্রপতির সুস্বাস্থ্য কামনা করেন। পাশাপাশি বাংলাদেশের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেছেন।
সৌদি গেজেটের এক প্রতিবেদনে জানানো হয়েছে, সৌদি আরবের বাদশা ও যুবরাজ বাংলাদেশের স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন।
ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসেফ আল-দুহাইলান
এদিকে, বাংলাদেশের মহান এ দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসেফ আল-দুহাইলান। সেই সাথে বাংলাদেশি মানুষকে অভিনন্দন জানিয়েছেন তিনি। বার্তায় তিনি বলেন, ‘মহান ও সৌভাগ্যবান এই উদ্যাপনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।’
সৌদি রাষ্ট্রদূত আরো বলেন, ‘এ বছর একই সঙ্গে দুটি উল্লেখযোগ্য অনুষ্ঠান উদ্যাপন করছে বাংলাদেশ, যা ইতিহাসে বিরল। এ উপলক্ষে অনেক শুভকামনা বাংলাদেশের জন্য। একই সঙ্গে আমি বাংলাদেশের স্বাধীনতা ও স্বাধীনতা অর্জনে আপসহীন সংগ্রাম ও ত্যাগের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আমার সর্বোচ্চ শ্রদ্ধা জানাই। সর্বশক্তিমান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন এই দোয়া করছি।’