ভেনেজুয়েলার প্রেসিডেন্টের ফেসবুক পেজ স্থগিত
বৈশ্বিক করোনাভাইরাস নিয়ে ভুল তথ্য ছড়ানোয় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পেজ স্থগিত করেছে ফেসবুক কর্তৃপক্ষ। খবর রয়টার্স। এ প্রসঙ্গে ফেসবুকের এক মুখপাত্র জানিয়েছে, সম্প্রতি কোনো প্রমাণ ছাড়াই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তার ফেসবুক পেজে করোনার একটি ওষুধের কথা বলেছেন যেটির মাধ্যমে করোনা প্রতিকার করা যায় বলে মন্তব্য করেছেন। তার শেয়ার করে পোস্টটি ছিল ভুয়া।আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতি অনুসরণ করছি যাতে বলা হয়, এ মুহূর্তে করোনাভাইরাস প্রতিকারের কোনো ওষুধ নেই। আমাদের নীতিমালা বারবার ভঙ্গ করার কারণে আমরা পেজটি ৩০ দিনের জন্য স্থগিত করে রেখেছি। এ সময়ে এটি শুধু পড়া যাবে। তবে মাদুররোর ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট ফেসবুকের এই পদক্ষেপের আওতায় পড়বে না। গত জানুয়ারিতে থাইম থেকে বানানো ক্যারভ্যাটিভির নামে এক ওষুধের কথা বলেন মাদুরো। এই ‘অলৌকিক’ চিকিৎসা করোনাভাইরাসকে নিষ্ক্রিয় করে বলে দাবি করেন তিনি। যদিও চিকিৎসকরা বলছেন, মাদুরোর এই দাবির পেছনে কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই।