মিশরে বহুতল ভবন ধস
মিশরের কায়রোতে একটি বহুতল অ্যাপার্টমেন্ট ভবন ধসে অন্তত পাঁচজন নিহত এবং ২৪ জন আহত হয়েছেন। দেশটির রাষ্ট্রায়াত্ত সংবাদ সংস্থা এমইএনএ এই সংবাদ প্রকাশ করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ১০ তলা ওই ভবনের ধ্বংসস্তুপের নিচে এখনো বহু মানুষ আটকা পড়ে আছেন। আজ শনিবার স্থানীয় সময় ভোরে শহরটির এল-সালাম এলাকায় এই ভবন ধসের ঘটনা ঘটে। জানা গেছে, ১০ তলা ধ্বংসস্তুপের ভেতর থেকে ২৪ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আটকে পড়া বাকিদের উদ্ধারে অভিযান চলছে। খবর আল-জাজিরার।
Posted in: আর্ন্তজাতিক