সিরিজ নির্ধারণী ম্যাচে ভারতকে ব্যাটিংয়ে পাঠাল ইংল্যান্ড
তৃতীয় ও শেষ ওয়ানডেতে টসে জিতে স্বাগতিক ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে ইংল্যান্ড।প্রথম ওয়ানডেতে জয় পেয়েছিল ভারত। দ্বিতীয় ওয়ানডেতে ৩৯ বল ও ৬ উইকেট হাতে রেখেই জিতে সিরিজে সমতা আনে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। আজকের ম্যাচই তাইনির্ধারণ হবে সিরিজ।
টেস্ট এবং টি-টোয়েন্টি সিরিজ জয়ের সুখস্মৃতি নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করে ভারত। বিশ্বকাপ সুপার লিগে অংশ হওয়ায় ওয়ানডে সিরিজটি ইংল্যান্ডের জন্য বেশি গুরুত্বপূর্ণ। স্বাগতিক হওয়ার সুবিধায় ২০২৩ বিশ্বকাপে সরাসরি খেলবে ভারত।
ভারত একাদশ: শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি (অধিনায়ক), লোকেশ রাহুল, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, শার্দুল ঠাকুর, প্রশিদ্ধ কৃষ্ণা ও টি নাটরাজন।
ইংল্যান্ড একাদশ: জনি বেয়ারস্ট্রো, জেসন রয়, বেন স্টোকস, ডেভিড মালান, জস বাটলার (উইকেটরক্ষক/অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, স্যাম কারান, আদিল রশিদ, রিসে টপলি, মার্ক উড।