বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » ম্যাচ হেরে যা বললেন অধিনায়ক মাহমুদউল্লাহ

ম্যাচ হেরে যা বললেন অধিনায়ক মাহমুদউল্লাহ 

1320204

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডের কাছে ৬৬ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের দেওয়া ২১১ রানের টার্গেটে খেলতে নেমে ১৪৪ রান তুলতে পারে বাংলাদেশ।

ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের পর টি-টোয়েন্টিতে মাহমুদুউল্লাহ রিয়াদের নেতৃত্বে মাঠে নামে বাংলাদেশ। তবে ফরম্যাট ও অধিনায়ক বদল হলেও টাইগারদের ভাগ্য বদল হয়নি। পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশের।

ম্যাচ শেষে মাহমুদউল্লাহ সাংবাদিকদের বলেন, “আমার মনে হয়, এটি তরুণদের জন্য ভালো একটি সুযোগ ছিল। বিশেষ করে নাইম শেখ, আফিফ, দুজন অভিষিক্ত (নাসুম ও শরিফুল) খেলোয়াড়ের জন্য। এটি তাদের জন্য সুযোগ বিশ্বকে দেখানোর, তারা কতটা ভালো। হ্যাঁ, আমরা হয়ত সবসময় সব অভিজ্ঞ খেলোয়াড়দের একসঙ্গে পাবো না, কিন্তু আমাদের সেটির সঙ্গে মানিয়ে নিতে হবে। কাউকে এগিয়ে আসতে হবে এবং দেখাতে হবে যে সে বাংলাদেশকে ম্যাচ জেতাতে সক্ষম।”

তিনি আরও বলেন, “আসলে, ইশ (সোধি) অভিজ্ঞ। সে কন্ডিশনকে দারুণভাবে কাজে লাগায়। এখানে বল একটু গ্রিপ করছিল। তবে আসলে একই ভুল বারবার করলে হবে না আমাদের, দ্বিতীয় ম্যাচে নিজেদের একটু তুলে ধরতে হবে।”

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone