সুয়েজ খালে আটকে থাকা জাহাজ এভার গিভেন উদ্ধার
সুয়েজ খালে আড়াআড়িভাবে আটকা পড়া কনটেইনারবাহী জাহাজ এমভি এভার গিভেন অবশেষে মুক্ত হয়েছে। আজ সোমবার (২৯ মার্চ) মিশরের স্থানীয় সময় ভোর সাড়ে ৪টায় উদ্ধারকারীদের তৎপরতায় আটকে থাকা ৪০০ ফুট দৈর্ঘ্যের জাহাজটি পুনরায় ভাসানো সম্ভব হয়েছে।খবর আলজাজিরা, বিবিসি। জাহাজটি সরানোর পর হর্ণ বাজিয়ে উদ্ধারকর্মীদের অভিনন্দন জানানো হয়। এসময় অনেকে আল্লাহু আকবার ধ্বনি দিতে থাকে। জাহাজটি খালে আড়াআড়ি আটকে থাকায় লোহিত সাগরের সঙ্গে ভূমধ্যসাগরকে যুক্ত করা বিশ্বের অন্যতম ব্যস্ত এই বাণিজ্য পথ বন্ধ হয়ে আছে প্রায় এক সপ্তাহ ধরে। জাহাজটি আটকে থাকায় খালের দুই পাশে সৃষ্টি হয়েছে দীর্ঘ জাহাজ জটের। এই জটে আটকে আছে তিন শতাধিক জাহাজ। এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌবাণিজ্যপথ। বৈশ্বিক পণ্য বাণিজ্যের ১২ শতাংশ সুয়েজ খাল হয়ে পরিবহন করা হয়।
Posted in: আর্ন্তজাতিক