যুক্তরাষ্ট্রে পুনরায় করোনা আক্রান্তের হার বাড়ছে
যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণের হার প্রতিদিনই বাড়ছে । সাম্প্রতিক সময়ে প্রায় দিনই ৮০ হাজারের অধিক মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে।ফেব্রুয়ারিতে এ সংখ্যা কমলেও মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকেই বাড়তে শুরু করেছে। জন হপকিন্স ইউনিভার্সিটি উদ্বেগজনক এ তথ্য দিয়েছে। এমন পরিস্থিতির পরিপ্রেক্ষিতে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরাও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। সিডিসি’র পরিচালক ড. রচেলা ওয়ালেনস্কি বলেছেন, করোনা সংক্রমণের হার বৃদ্ধির ব্যাপারটি সত্যি উদ্বেগের । গত ৭ দিনের গতি-প্রকৃতি আলোকে দেখা যাচ্ছে প্রতিদিনই আগের দিনের চেয়ে ৭% করে বেড়েছে। মৃত্যুর সংখ্যাও কমেনি।হাসপাতালে ভর্তির সংখ্যাও ক্রমান্বয়ে বেড়েছে। জন্স হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, ২৮ মার্চ পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৩ লাখ। মারা গেছে ৫ লাখ ৪৯ হাজার জন। সিডিসির তথ্য অনুযায়ী, এ যাবত যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে করোনার টিকা বিতরণ করা হয়েছে ১৮ কোটি ৬ লাখ। এরমধ্যে প্রদান করা হয়েছে ১৪ কোটি ১ লাখ জনকে। টিকা প্রদানের কার্যক্রম দ্রুতগতিতে চলায় লোকজন স্বাভাবিক অবস্থায় ফিরেছেন বলে মনে করা হচ্ছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বারবার অনুরোধ করা সত্ত্বেও অনেকেই স্বাস্থ্যবিধি মানতে রাজি নন।