মাদাগাস্কারের সাবেক প্রেসিডেন্ট দিদিয়ার রতসিরাকা মারা গেছেন
মাদাগাস্কারের প্রাক্তন নেতা, একজন নৌ বাহিনীর কর্মকর্তা ও ভারত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্রটির সমাজতান্ত্রিক বিপ্লবের প্রবর্তক দিদিয়ার রতসিরাকা, রোববার সকালে ৮৪ বছর বয়সে মারা গেছেন। খবর এএফপি’র। প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজোয়েলিনা টুইটারে পোস্ট করেছেন, “মালাগাসি এক নামকরা দেশপ্রেমিককে হারিয়েছে।”তাঁর মৃত্যুর কারণ জানা যায়নি। ১৯৭৫ সাল থেকে ১৯৯১ সাল পর্যন্ত রাটসিরাকা ক্ষমতায় ছিলেন এবং ১৯৯৭ সালে পুনরায় ক্ষমতায় ফিরে ২০০২ সাল পর্যন্ত ছিলেন। তিনি প্রথমবার ক্ষমতায় এসে একধরণের মার্কসবাদের অনুশীলন করেন এবং উত্তর কোরিয়ার কিম ইল সং, কিউবার ফিদেল ক্যাস্ট্রো এবং ক্রেমলিনের সাথে ঘনিষ্ট সম্পর্ক বজায় রাখেন।