নাটকে জামাই-শাশুড়ির আজব রসায়ন
শুভ গ্রামের একটা শিক্ষিত ছেলে । ঢাকা শহরে মাল্টিন্যাশনাল কম্পানিতে ভালো একটা চাকরি করেন। স্বভাবে সহজ, সরল। শুভ শহরের মেয়ে বিয়ে করবেন না, বাবার পছন্দ মতো গ্রামের শান্ত, শিক্ষিত, ভদ্র, একটি মেয়ে বিয়ে করবেন। সে অনুযায়ী নীলা নামের এক মেয়ে কে বিয়ে করে নিয়ে আসেন ঢাকায়। এই দিকে নীলাকে খুব ভালোবাসেন তার মা। মেয়ে কে একা কখনও কোথাও যেতে দেননি। মেয়ের বিয়ের আগেই জামাইবাড়ির লোকদেরকে শর্ত দিয়েছেন , ঢাকা শহরে মেয়ে কে একা যেতে দিবেন না । সেই শর্ত অনুযায়ী মেয়ের সঙ্গে শহরে আসেন শুভর শাশুড়ি চাঁদনি।
তাই মা’কে নীলা’র সঙ্গে ঢাকাতে নিয়ে আসেন জামাই। এখানই থেকে গল্পের শুরু। নাটকে জামাইয়ের চরিত্রে অভিনয় করেছেন নিলয় আলমগীর শাশুড়ি মনিরা মিঠু ও নব্বধূ হিসেবে রয়েছেন ফারিয়া শাহরিন।
নাটক প্রসঙ্গে নিলয় বলেন, ‘জামাই V/S শাশুড়ি’ নাটকটি র গল্প খুব মজার, প্রতিটা দৃশ্য দর্শক দেখে খুব মজা পাবেন। মিঠু আপুর সাথে অনেক কাজই হয়ে, মিঠু আপু ছাড়া এই নাটকের গল্প কেউ ফুটাতে পারতেন না । জামাই এবং শাশুড়ির কান্ড গুলো ভাইরাল হবেই । আশা করছি ঈদে নাটকটি দর্শক প্রিয় হবে।
এছাড়াও নাটকে হানিফ পালোয়ান, এস এম আশরাফুল, ওয়াসীম ইমদাদ,সাকিব রহমান, নাজমুল হাসান লিংকনসহ আরো অনেকেই অভিনয় করেছেন।