সাকিবকে স্বাগত জানাল শাহরুখ খানের দল
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্দশ আসরে খেলতে ভারতে গেছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। বিশ্বসেরা এই অলরাউন্ডারকে তিন কোটি ২০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স। আর তাই তো সাকিবকে দলে পেয়ে উচ্ছ্বসিত তারা।
রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিব আল হাসানকে নিয়ে একটি পোস্ট করেছে কেকেআর। পোস্টে কলকাতা নাইট রাইডার্স লিখেছে, “শান্ত থাকতে পারছি না! স্বাগত শাকিব। দেখুন, কে মাত্রই চেক ইন করেছে!”
কলকাতা পৌঁছলেও এখনই কলকাতা দলের অনুশীলনে যোগ দেওয়া হচ্ছে না সাকিবের। হোটেলে সাত দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে তাকে। এরপরই দলের সঙ্গে যোগ দিতে পারবেন তিনি।