জিম্বাবুয়ে সফরে যাচ্ছে পাকিস্তান
টেস্ট ও টি-টোয়েন্টি খেলতে জিম্বাবুয়ে সফর করবে পাকিস্তান ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষ করেই জিম্বাবুয়ের মাটিতে পা রাখবে বাবর আজমরা। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে হারারেতে, শূন্য গ্যালারিতে। বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পিসিবির বোর্ড পরিচালক জাকির খান জানান, “কোভিড-১৯ পরবর্তী আন্তর্জাতিক সিরিজ আয়োজনে পিসিবি বেশ সজাগ রয়েছে। জিম্বাবুয়ে সিরিজ আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে আমাদের। কোভিডের এই কঠিন সময়ে ক্রিকেটকে বিকাশিত করার চেষ্টা অব্যাহত থাকবে।”
এই সফরে জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি এবং দুটি টেস্ট খেলবে পাকিস্তান। সিরিজ শুরু হবে টি-টোয়েন্টি দিয়ে। আগামী ২১ এপ্রিল হারারেতে অনুষ্ঠিত হবে প্রথম টি-টোয়েন্টি। একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুটি ম্যাচও।
টি-টোয়েন্টি সিরিজ শেষে ২৯ এপ্রিল শুরু হবে টেস্ট সিরিজ। ৭’ই মে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টটি।