‘আল কায়েদার হুমকিদাতাকে সনাক্ত করা হয়েছে’
এইদেশ এইসময়, ঢাকা : আল-কায়দা নেতা আয়মান আল-জাওয়াহিরির কথিত অডিও বার্তাটি প্রচার করা জিহাদোলোজি ডটকম নামের ওয়েবসাইটটি বাংলাদেশে বন্ধ করে দেয়া হয়েছে।
সোমবার বিটিআরসির সহকারী পরিচালক (মিডিয়া) জাকির হোসাইন খান এ তথ্য জানান।
এ ব্যাপারে সোমবার চট্টগ্রামে নৌবাহিনীর শীতকালীন মহড়া অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারেক আহমেদ সিদ্দিকী বলেন, আল কায়েদার হুমকি যেখান থেকে এসেছে তা সনাক্ত করা হয়েছে। কে পাঠিয়েছে তাও সনাক্ত করা হয়েছে। তদন্তের স্বার্থে তার নাম বলা যাচ্ছে না।
অন্যদিকে, এই ওয়েবসাইটটি কোথায় থেকে চালানো হচ্ছে, তা শনাক্ত করা হচ্ছে। ওয়েবসাইটে কারা ওই অডিও বার্তাটি আপলোড করেছে সে ব্যাপারে পুলিশ ও র্যাব তদন্ত করছে।
তিনি বলেন, এর সঙ্গে কাদের সম্পৃক্ততা রয়েছে তা সনাক্ত করা হচ্ছে।
এরমধ্যে প্রধানমন্ত্রীর নিরাপত্তা হুমকি রয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ২০০৯ সাল থেকে প্রধানমন্ত্রী হুমকিতে রয়েছেন। বর্তমান যে হুমকি এসেছে তা নিয়ে আমরা বিচলিত নই। বাংলাদেশে আল কায়েদার আগেও যোগাযোগ ছিল। এটা নতুন নয়। বর্তমান সরকার সন্ত্রাস নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে।
অন্যদিকে, র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান বলেন, ঐ ওয়েবসাইটে প্রচারিত অডিও বার্তাটিতে যারা লাইক দিয়েছেন, তাদের শনাক্ত করা হয়েছে। ৫/৬ জন ব্যক্তি ঐ অডিও বার্তায় লাইক দিয়েছেন। নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সদস্যদের সঙ্গে আল কায়দার যোগাযোগ রয়েছে। তাই আল কায়দার এ ধরনের হুমকি র্যাব গুরুত্বের সাথে তদন্ত করছে।