বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Tuesday, December 24, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » পাকিস্তানের সাময়িকী ‘সাউথ এশিয়া’র প্রচ্ছদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

পাকিস্তানের সাময়িকী ‘সাউথ এশিয়া’র প্রচ্ছদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 

1212

পাকিস্তানের ‘সাউথ এশিয়া’ সাময়িকীর প্রচ্ছদে স্থান করে নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। । প্রচ্ছদের ব্যাকগ্রাউন্ডে বাংলাদেশের পতাকার আদলে লাল-সবুজের জমিনে ফুটে উঠেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। ১৯৭৭ সাল থেকে প্রতিমাসে নিয়মিত প্রকাশিত হচ্ছে সাময়িকীটি। প্রথমে এটির নাম ছিল থার্ড ওয়ার্ল্ড। ১৯৯৭ সালে নাম বদল করে রাখা হয় সাউথ এশিয়া। পত্রিকাটির মার্চ সংখ্যার প্রচ্ছদে স্থান করে নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটি সাজানো হয়েছে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে। ইংরেজি ভাষায় লেখা হয় এই প্রবন্ধগুলো । এতে সাতটি প্রবন্ধ স্থান পেয়েছে ।

প্রথমটা লিখেছেন ড. ফরিদা খান। তিনি তাঁর প্রবন্ধের নাম দিয়েছেন ‘টেকিং স্টক’। তিনি কলোরাডো বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক।

দ্বিতীয়টি  প্রবন্ধটি লিখেছেন জাভেদ জব্বার।  এটির নাম ‘লাইফ বিগিনস অ্যাট ৫০’।  তিনি একজন লেখক, প্রাক্তন সিনেটর এবং ফেডারেল মন্ত্রী।

তৃতীয় প্রবন্ধটি লিখেছেন ডা. আহরার আহমদ। তাঁর প্রবন্ধের নাম ‘প্লিজেন্ট সারপ্রাইজ’

চতুর্থ প্রবন্ধটি লিখেছেন মাজেদ আজিজ । তাঁর প্রবন্ধের নাম ‘ফাস্ট ট্র্যাক’

পঞ্চমটি লিখেছেন ডানকান বার্টলেট। নাম দিয়েছেন ‘ম্যালাইস টুওয়ার্ডস নান?’

ষষ্ঠ প্রবন্ধটি লিখেছেন বিরুপাক্ষ পাল। এটির নাম ‘ডেভেলপমেন্ট মিরাকল’

সপ্তম প্রবন্ধটি লিখেছেন আসিফ জাবেদ। তিনি তাঁর প্রবন্ধের নাম দিয়েছেন, ‘ইকোনমিক সলিউশন’

এই লিংকে পড়তে পারবেন : http://www.southasia.com.pk/category/cover-story/

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone