ইন্দোনেশিয়ায় রাষ্ট্রীয় তেল শোধনাগারে আগুন
ইন্দোনেশিয়ার একটি তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে। অগ্নিকাণ্ডের ফলে স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। খারাপ আবহাওয়ার কারণে রোববার দিবাগত রাতে আগুন লাগে।এতে পাঁচজন আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর : রয়টার্স।দেশটির সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, স্থানীয় সময় সোমবার ভোরে ইন্দোনেশিয়ার পশ্চিম জাভায় একটি রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এক হাজারেরও বেশি মানুষকে ওই স্থান থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শোধনাগারের পার্শ্ববর্তী এক বাসিন্দা বলেন, প্রথমে আমরা তেলের গন্ধ পাই। সে গন্ধ এতই প্রকট ছিল যে নিশ্বাস বন্ধ হয়ে আসছিল। এরপর বজ্রপাতের মতো শব্দ আর আলো দেখতে পাই। এছাড়া অল্প দগ্ধ হওয়া ১৫ জনকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। এই শোধনাগারে প্রতিদিন প্রায় ১ লাখ ২৫ হাজার ব্যারেল তেল শোধন করা হয়। এটি ইন্দোনেশিয়ার সবচেয়ে বড় তেল শোধনাগারগুলোর একটি। এখান থেকেই বৃহত্তর জাকার্তার তেল সরবরাহ হয় বলে এর গুরুত্ব আরও বেশি।দেশটির রাষ্ট্রীয় তেল সংস্থা পার্টামিনা জানিয়েছে, আগুনের কারণ জানা যায়নি, তবে ঘটনার সময় ভারী বৃষ্টিপাত ও বজ্রপাত হয়েছিল।