চীনের ১৩ জেলেকে আটক করেছে তাইওয়ান
অবৈধভাবে মাছ ধরায় চীনের ১৩ জন জেলেকে নৌকাসহ আটক করেছে তাইওয়ান। কেলুং উপকূলের পেনজিয়া দ্বীপের কাছ থেকে তাদের আটক করা হয় বল এক প্রতিবেদনে জানিয়েছে ফোকাস তাইওয়ান। উপকূলরক্ষী বাহিনীর কেলুং শাখা থেকে বলা হয়েছে, গত মঙ্গলবার সকালে তারা জানতে পারে, তাইওয়ানের জলসীমায় ঢুকে গেছে চীনের জাহাজ। সেটাও আবার দ্বীপ থেকে প্রায় ২৬ কিলোমিটার উত্তর-পূর্বাঞ্চলে। উপকূলরক্ষী বাহিনীর সদস্যরা বলছেন, তারা যখন চীনা জেলেদের আটক করার চেষ্টা করছিলেন, ওই সময় জেলেরা পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। পেংজিয়া দ্বীপ সামুদ্রিক সম্পদে সমৃদ্ধ । তাইওয়ানের সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে দ্বীপটি এবং সেখানে সাধারণ নাগরিকরা যেতে পারেন না।