কেন জুটি বাঁধলেন মিঠুন-দেব
‘হিরোগিরি’ ছবিতে প্রথমবার জুটি বেঁধেছিলেন টলিউড সুপারস্টার মিঠুন চক্রবর্তী ও দেব। ফের বড় পর্দায় জুটি বাঁধছেন এই দুই অভিনেতা। রবিবার দোলের দিন টুইট করে এই খবর জানালেন দেব নিজেই। ছবির নাম না জানালেও অভিজিৎ সেন ছবিটি পরিচালনা করছেন বলেও জানান দেব।
এদিন দুপুরেই টুইটে ভিডিও বার্তায় দোল এবং হোলির শুভেচ্ছা জানিয়েছিলেন দেব। ক্যাপশনে লিখেছিলেন, এদিন সন্ধ্যায় বেশ বড়সড় ঘোষণা করতে চলেছেন তিনি। আর সে অনুযায়ী সন্ধ্যায় দেবের টুইট, ‘বেঙ্গল টকিজ এবং দেব প্রাইভেট লিমিটেড একসঙ্গে একটি প্রজেক্টে কাজ করতে চলেছে। তাতে ফের একসঙ্গে দেখা যাবে আমাকে এবং মিঠুনদাকে। ওকে পেয়ে সত্যিই খুব ভাল লাগছে।’
রবিবার সকালেই আবার নিজের বহুচর্চিত সিনেমা ‘গোলন্দাজ’-এর অফিশিয়াল পোস্টার প্রকাশ্যে এনে অনুরাগীদের উপহার দিয়েছিলেন দেব। পোস্টারটি শেয়ার করে দেব লেখেন, ‘সেলুলয়েডে ভারতীয় ফুটবলের জনক শ্রী নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর চরিত্রে অভিনয় করতে পেরে আমি গর্বিত। এটাই আমার কেরিয়ারের প্রথম কোনও বায়োপিকে কাজ। আশা করি ছবিটি আপনাদের আবেগতাড়িত করবে, ঠিক যেভাবে এই কিংবদন্তি ব্রিটিশদের নাড়িয়ে দিয়েছিলেন।’
পশ্চিমবঙ্গে চলছে বিধানসভা ভোট। নির্বাচনী ময়দানে তিনি সরাসরি লড়ছেন না ঠিকই কিন্তু নিজের দলের প্রার্থীদের হয়ে দিনরাত প্রচার করছেন। কখনও জনসভা, কখনও রোড শো, ভোটের মরশুমে ভীষণ ব্যস্ত টলিউডের সুপারস্টার। তেমনই পালটা বিজেপির হয়ে রোড শো, প্রচারে নেমেছেন মিঠুন চক্রবর্তীও। তবে দুই শিবিরের দুই সুপারস্টার কিন্তু এবার জুটি বেঁধে কাজ করতে চলেছেন।