আবারও ভেঙে পড়ল স্পেসএক্সের রকেট
আবারো ব্যর্থতার মুখে পড়লো এলোন মাস্ক ও তার সংস্থা স্পেসএক্সকে। এই নিয়ে চারবার। ইলন মাস্কের স্টারশিপের পরীক্ষা ব্যর্থ হলো। এস১১ প্রটোটাইপ পরীক্ষামূলক উড়ানের সময় ভেঙে পড়লো। চলতি মাসের গোড়ায় মাস্ক বলেছিলেন, ২০৩০ সালের অনেক আগেই তার স্টারশিপ মঙ্গলে পৌঁছে যাবে। কিন্তু তার সেই এস১১ প্রটোটাইপ পরীক্ষামূলক উড়ানের সময় আবারো ভেঙে পড়লো। প্রথমে ঠিক ছিল, পরীক্ষামূলক উড়ান হবে গত শুক্রবার। কিছু প্রযুক্তিগত ত্রুটির জন্য তা হয়নি। পরে ঠিক হয়, তা সোমবার হবে। কিন্তু ফেডারেল এভিয়েশন ইন্সপেক্টর না থাকায় সেদিনও পরীক্ষামূলক উড়ান সম্ভব হয়নি।
দক্ষিণ টেক্সাস থেকে স্থানীয় সময় মঙ্গলবার সকালে এস১১ প্রটোটাইপের পরীক্ষামূলক উড়ান শুরু হয়। মিনিট কয়েক পরে রকেটের ক্যামেরা বন্ধ হয়ে যায়। তারপর ভিডিওতে দেখা যায় স্পেসশিপের অংশ মাটিতে পড়ছে। বিস্ফোরণের শব্দও শুনতে পাওয়া যায়। এলোন মাস্ক বলেছেন, ‘‘রকেটটি ওঠার সময় দুই নম্বর ইঞ্জিনে গণ্ডগোল দেখা দেয়। নামার সময় অপারেটিং চেম্বারের প্রেসার যতটা থাকার কথা তা ছিল না। তত্ত্বগতভাবে এটা হওয়া উচিত ছিল না। ভেঙে পড়া টুকরোগুলো পরীক্ষা করে কারণ বোঝা যাবে।’’
উল্লেখ্য, চাঁদ ও মঙ্গলগ্রহে মানুষ নিয়ে যেতে চায় স্পেসএক্স। চাঁদে ২০২৩ ও মঙ্গলে ২০২৬ সালের মধ্যে মানুষ পৌঁছানোর পরিকল্পনা রয়েছে তাদের। এজন্য বিভিন্ন রকেটের নিয়মিত পরীক্ষা চালাচ্ছে সংস্থাটি। তবে এবারও সফল হতে পারেনি স্পেসএক্স।