উইঘুরদের ওপর গণহত্যা চালাচ্ছে চীন : মার্কিন প্রতিবেদন
চীন সংখ্যালঘু উইঘুর মুসলিমদের ওপর ‘গণহত্যা ও মানবতাবিরোধী’ অপরাধ চালাচ্ছে বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মঙ্গলবার( ৩০ মার্চ) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বৈশ্বিক মানবাধিকার পরিস্থিতি বিষয়ক বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, জিনজিয়াংয়ে ২০২০ সালে গোটা বছরজুড়ে উইঘুর ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বিরুদ্ধে পরিকল্পিতভাবে গণহত্যা ও অন্যান্য মানবতাবিরোধী অপরাধ পরিচালনা করেছে চীনের ক্ষমতাসীন সরকার। গতবছর তাদের ওপর সংঘটিত মানবতাবিরোধী অপরাধগুলো হলো— যথেচ্ছভাবে তাদের আটক ও বন্দিশিবিরে পাঠানো, জোরপূর্বক বন্ধ্যাকরণ, ধর্ষণ, নির্যাতন, শ্রমদানে বাধ্য করা এবং ধর্মপালন, মতপ্রকাশ ও চলাচলে বিধিনিষেধ আরোপ করা।। সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির জানায়, উইঘুর সম্প্রদায়ের বিরুদ্ধে চীন সরকারের গণহত্যার অপরাধ সংঘটনের খুবই বিশ্বাসযোগ্য প্রমাণ পেয়েছে তারা। উইঘুরদের কাজ করতে বাধ্য করা ছাড়াও বন্দিশিবিরে উইঘুর নারীদের পরিকল্পিতভাবে ধর্ষণ ও নির্যাতনের প্রমাণ পেয়েছে বিবিসি। প্রতিবেদন প্রকাশের পর চীন সরকারের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই পুরো বিষয়টি অস্বীকার করেছেন। উইঘুর সম্প্রদায় মূলত তুর্কি বংশোদ্ভুত একটি জাতিগোষ্ঠী। চীনের বৃহত্তম প্রদেশ জিনজিয়াংয়ের দক্ষিণ পশ্চিমাঞ্চলে তারিম উপত্যকা এলাকার বাসিন্দা উইঘুররা দেশটির সরকারিভাবে স্বীকৃত ৫৬ টি নৃতাত্ত্বিক সংখ্যালঘু গোষ্ঠীর অন্যতম। প্রতিবছরই বিশ্বের ১৮০টিরও বেশি দেশের মানবাধিকার পরিস্থিতির ওপর পর্যবেক্ষণভিত্তিক প্রতিবেদন প্রকাশ করে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। সেই ধারবাহিকতায় ২০২০ সালের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করা হলো।