বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » ব্রাজিলের সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান পদত্যাগ করেছেন

ব্রাজিলের সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান পদত্যাগ করেছেন 

2525

প্রেসিডেন্ট জেইর বোলসোনারোর সাথে মতভেদের জেরে পদত্যাগ করলেন ব্রাজিলের সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান। দেশটির ইতিহাসে প্রথমবারের মতো ঘটলো এমন ঘটনা। মঙ্গলবার (৩০ মার্চ) ব্রাজিলের স্থানীয় সংবাদমাধ্যম ফোলাহা দে সাও পাওলো’র একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিবিসির খবরে জানানো হয়, প্রেসিডেন্ট জইর বলসোনারোর সঙ্গে মতানৈক্যের জের ধরে পদত্যাগ করেন তিন বাহিনীর প্রধানেরা। প্রেসিডেন্ট পররাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগে বাধ্য করার পরদিনই এ ঘটনা ঘটল। তিন বাহিনীর প্রধানেরা হলেন জেনারেল এডসন লিয়েল পুজল, অ্যাডমিরাল ইলকেস বারবোসা ও লেফটেন্যাস্ট ব্রিগেডিয়ার আন্তোনিও কার্লোস বারমুডেজ। মহামারি করোনা মোকাবিলায় তার নেতৃত্বে অসন্তুষ্ট দেশের জনগণ। তিনি এই মহামারিকে শুরু থেকেই সেভাবে গুরুত্ব দিচ্ছেন না। আর এর ফল ভোগ করতে হচ্ছে সবাইকে। কোভিড-১৯ মহামারির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে না পারায় জনপ্রিয়তা হারিয়েছেন বোলসোনারো। তার বিরুদ্ধে দেশজুড়ে ক্ষোভ এবং হতাশা তৈরি হয়েছে। ২০১৯ এ ক্ষমতা গ্রহণের পর সবচেয়ে বড় রাজনৈতিক সংকটে ব্রাজিলের কট্টর ডানপন্থী প্রেসিডেন্ট।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone