বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » বিনোদন » করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে বাপ্পী লাহিড়ী

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে বাপ্পী লাহিড়ী 

143449p01br5b8

জনপ্রিয় গায়ক ও সুরকার বাপ্পী লাহিড়ী করোনায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন হাসপাতালে। বৃহস্পতিবার তাঁর মুখপাত্র এই তথ্য দিয়েছেন। মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। এই জনপ্রিয় সুরকারকে আপাতত চিকিৎসকদের তত্ত্বাবধানে ও পর্যবেক্ষণে রাখা হয়েছে।

বাপ্পী দা নামে পরিচিত সুরকার একাধিক বিখ্যাত গানের জন্মদাতা। বাপ্পী লাহিড়ীর মুখপাত্র বলেন, করোনা পজিটিভ রিপোর্ট এসেছে সুরকারের। আপাতত শারীরিক পরিস্থিতি স্থিতিশীল তাঁর। পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে।

মার্চ মাসের শুরুতেই করোনা ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন করিয়েছেন বলে জানিয়েছিলেন এই সুরকার। সবাইকে উৎসাহ দিয়েছিলেন ভ্যাকসিন নেওয়ার জন্য।

এদিকে ভারতে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। কয়েক মাস করোনায় আক্রান্তের সংখ্যা ১০ হাজারের নিচে থাকলেও গত কয়েক দিন দেশটিতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে  সংক্রমণের সংখ্যা। আক্রান্তের নিরিখে আবার নতুন করে রেকর্ড গড়ার পথে ভারত। গত ২৪ ঘণ্টায় দেশে ৭২ হাজারের বেশি মানুষ এই মারণভাইরাসে আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে সাড়ে চারশর বেশি মানুষের। আক্রান্তের নিরিখে গত ছয়-সাত মাসের মধ্যেই সর্বোচ্চ বলে জানাচ্ছে স্বাস্থ্য দপ্তর।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone