বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » লঞ্চের ভাড়াও বাড়ল ৬০ শতাংশ

লঞ্চের ভাড়াও বাড়ল ৬০ শতাংশ 

155807kalerkantho.jpg

নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, অর্ধেক যাত্রী পরিবহনে নৌযানের ভাড়া বৃহস্পতিবার থেকে ৬০ ভাগ বাড়ানো হয়েছে। তবে কেবিনে এ নিয়ম প্রযোজ্য হবে না।

করোনা সংক্রমণ প্রতিরোধে গণপরিবহনগুলোতে ধারণক্ষমতার অর্ধেক যাত্রী বহনের নির্দেশ দিয়েছে সরকার। তারই অংশ হিসেবে এ ভাড়া বাড়ানো হয়েছে। ভাড়া বাড়ানোর পাশাপাশি স্বাস্থ্যবিধিও মেনে চলার আহ্বান জানানো হয়।

এর আগে গতকাল বুধবার (৩১ মার্চ) লঞ্চ মালিকদের সঙ্গে আলোচনার পর ভাড়া বাড়ানোর প্রস্তাবের চিঠি নৌ-পরিবহন মন্ত্রণালয়ে পাঠান বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডাব্লিউটিএ) চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক। সেখানে ভাড়া ৬০ শতাংশ বাড়ানোর বিষয়টি বিবেচনায় নেওয়ার কথা বলা হয়।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone