রাজধানীতে কোটি টাকার ভিওআইপি সরঞ্জামসহ আটক ১
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর আদাবর এলাকার বায়তুল আমান হাউজিং এর একটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভিওআইপি সরঞ্জামাদিসহ একজনকে আটক করেছে র্যাব-৪।
সোমবার রাত পৌনে ৮টা থেকে অভিযান চালানো হয়। অভিযান এখনও অব্যহত রয়েছে।
র্যাব-৪ এর অপারেশন অফিসার বদরুল ইসলাম এইদেশ এই সময়কে, জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমান হাউজিং এর একটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভিওআইপি সরঞ্জামাদিসহ সাকিব নামে একজনকে আটক করা হয়।
উদ্ধারকৃত সরঞ্জামাদির আনুমানিক মূল্য ১ কোটি টাকারও বেশি হবে বলেও জানান তিনি।
অভিযান শেষে বিস্তারিত জানানো হবে ।
Posted in: জাতীয়