করোনার ভ্যাকসিন না নিলেও ওমরাহ করা যাবে
আসন্ন রমজানে করোনার টিকা না-নিলেও ওমরাহ পালন করা যাবে। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, এ বছর ওমরাহ পালন করার জন্য ভ্যাকসিন দেয়া বাধ্যতামূলক নয়। খবর আরব নিউজ। টুইটারে ভ্যাকসিন নেয়ার বিষয়ে প্রশ্নোত্তরে মন্ত্রণালয়ের কাস্টমার সার্ভিস সেন্টারের একাউন্ট থেকে জানানো হয়েছে, এ বছর রমজানে ওমারহ করার অনুমতি পেতে ভ্যাকসিন দেয়া বাধ্যতামূলক করা হয়নি।
চলতি সপ্তাহের শুরুতে একটি বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, ১২ এপ্রিল রমজান শুরু হওয়ার আগে হজ ও ওমরাহ-সম্পর্কিত সেবার সবকর্মীকে টিকা নিতে হবে। যেসব কর্মী টিকা গ্রহণ করেননি, তাদের অবশ্যই করোনায় নেগেটিভ আসার পিসিআর পরীক্ষার ফল দেখাতে হবে এবং প্রতি সপ্তাহে তা নবায়ন করতে হবে।