বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » সাগর-রুনি হত্যা: তদন্ত কর্মকর্তাকে তলব

সাগর-রুনি হত্যা: তদন্ত কর্মকর্তাকে তলব 

rumi ai

আদালত প্রতিবেদক : সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার অগ্রগতির বিষয়ে জানতে তদন্ত কর্মকর্তাকে তলব করেছে হাইকোর্ট।

আগামী ৫ মার্চ তাকে আদালতে হাজির হবার নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে তদন্ত কর্মকর্তার উপস্থিতি নিশ্চিত করতে র‌্যাবের মহাপরিচালককে বলা হয়েছে।

বিচারপতি ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ মঙ্গলবার তিন আসামির জামিন আবেদন শুনানিকালে এ আদেশ দেন।

আসামিপক্ষে ছিলেন এ্যাডভোকেট এস এম মাসুদ হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী এটর্নি জেনারেল গাজী মো. মামুনুর রশীদ।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone