বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » ভোটকেন্দ্রে দুই ঘণ্টা আটকে ছিলেন মমতা

ভোটকেন্দ্রে দুই ঘণ্টা আটকে ছিলেন মমতা 

2323

পশ্চিমবঙ্গের রাজ্য বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার। কয়েককটি জেলার একই রকম ভোটগ্রহণ হলেও ভিন্ন চিত্র ছিল নন্দীগ্রামে। সেখানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূলের মমতা বন্দোপাধ্যায় ও বিজেপির শুভেন্দু অধিকারী।  ভোট জালিয়াতির ঘটনা শুনে মমতা নন্দীগ্রামে গেলে ভোটকেন্দ্রে দুই ঘণ্টার বেশি সময় আটকা পড়েন।  তৃণমূল ও বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ফলে নিরাপত্তার কারণে তাকে আটকে থাকতে হয়। পরে নির্বাচন কমিশনের নির্দেশে নিরাপত্তা বাহিনীর সদস্যরা মমতাকে বিশেষ নিরাপত্তা দিয়ে বের করে আনেন।

পশ্চিমবঙ্গের ৪টি জেলার ৩০টি আসনে দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া মোটামুটি শান্তিতে দ্বিতীয় দফার নির্বাচনে ভোট গ্রহণ হয়েছে। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের বয়াল মক্তব প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তৃণমূল ভোট দিতে পারছিল না। তৃণমূলের এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না—এসব অভিযোগ শুনে ওই ভোটকেন্দ্রে ছুটে যান তৃণমূল নেত্রী এবং নন্দীগ্রাম আসনের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে তিনি এসব বিষয়ে রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকড় এবং রাজ্যের নির্বাচন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে অভিযোগ করেন। এই সময়ের মধ্যে ভোটকেন্দ্রে বিজেপি ও তৃণমূলের স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত হয়ে পাল্টাপাল্টি স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ভোটকেন্দ্রের ভেতর আটকা পড়েন মমতা। সেখান থেকে মমতা চলে যান নন্দীগ্রামের তৃণমূল কার্যালয়ে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone