প্রথম ডোজেই কার্যকরী ফলাফল ফাইজার ও মডার্নার
ফাইজারের প্রথম ডোজেই যথেষ্ট কার্যকরী ফলাফল পাওয়া গেছে। এমনটাই তথ্য উঠে এলো গবেষণায়। ফাইজার ও বায়োএনটেকের যৌথভাবে বানানো ভ্যাকসিন যথেষ্ট কার্যকরী। দ্বিতীয় ডোজ নেওয়ার পর সংক্রমণের সম্ভাবনা শতকরা ৯০ ভাগ কমেছে। যুক্তরাষ্ট্রে ৪ হাজার জনের ওপরে সমীক্ষা করে এই তথ্য জানা গিয়েছে। ২০২০ সালের ১৪ ডিসেম্বর থেকে শুরু করে ২০২১ সালের ১৩ মার্চ পর্যন্ত প্রায় ১৩ সপ্তাহ ধরে চলেছে এই পরীক্ষা। সমীক্ষা করেছিল ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)। তার ফলাফল প্রকাশিত হয়েছে সোমবার। সিডিসি-র ডায়রেক্টর রকিলে ওয়ালেনস্কি বিবৃতি দিয়ে বলেছেন, সমীক্ষায় দেখা গিয়েছে আমাদের জাতীয় ভ্যাকসিন কর্মসূচি কার্যকরী হচ্ছে। তিনি বলেন, ‘এই পরীক্ষা থেকে আমরা নিশ্চিত হতে পারছি যে আমাদের ভ্যাকসিন কাজ করছে।’