ফরাসি বিমান হামলায় মালিতে বেসামরিক লোক নিহত
পশ্চিম আফ্রিকার দেশ মালিতে জানুয়ারিতে ফ্রান্সের সেনাবাহিনীর বিমান হামলায় বিপুল সাধারণ মানুষ নিহত হয়েছে। জাতিসঙ্ঘের প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সক্রিয় বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর সন্দেহভাজন নিরস্ত্র সদস্যদের দমনে ফরাসি বাহিনীর অভিযানে এই বেসামরিক হতাহতের ঘটনা ঘটে। ফ্রান্স এই দাবিকে অস্বীকার করেছে।
জাতিসঙ্ঘের মাল্টিডাইমেনশনাল ইন্টিগ্রেটেড মিশন ফর স্টাবিলাইজেশন ইন মালি (মিনুসমা) মালিয়ান ও ফরাসি কর্তৃপক্ষকে বিমান হামলার ফলাফল এবং আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের লঙ্ঘন নিয়ে নিজস্ব স্বাধীন তদন্ত করার প্রস্তাব করে। পাশাপাশি সংস্থাটি মালি ও ফ্রান্সের কর্তৃপক্ষকে হামলার শিকার ক্ষতিগ্রস্ত ও তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে বলে।