বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Wednesday, December 25, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » চীন ও রাশিয়ার সম্পর্ক জোরদার থাকবে : রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

চীন ও রাশিয়ার সম্পর্ক জোরদার থাকবে : রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী 

3251

মস্কো ও চীনের মধ্যে গুণগতভাবে জোরদার সম্পর্ক বজায় রয়েছে এবং ভবিষ্যতে এ সম্পর্ক অব্যাহত থাকবে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ,  খবর এএফপি’র। রাশিয়ান টিভির ‘গ্রেট গেম টক শো’ অনুষ্ঠানে লাভরভ বলেন, রাশিয়া ও চীনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক স্বচ্ছতার ভিত্তিতে গঠিত। এ সম্পর্কের প্রধান লক্ষ্য হচ্ছে পারস্পরিক স্বার্থের প্রতি স্বচ্ছতা বজায় রাখা। তিনি আরও বলেন, চীন ও রাশিয়ার মধ্যে কৌশলগত মিথস্ক্রিয় ও বহুমুখী অংশীদারিত্ব সরাসরি পরস্পরের বিরুদ্ধে নয়। এ সম্পর্কের ক্ষেত্রে কেবলমাত্র এ দুই দেশের জনগণের স্বার্থ রক্ষার ওপর বেশি গুরুত্ব দেয়া হয়ে থাকে।
চীন ও রাশিয়ার সাথে চুক্তি করার ব্যাপারে পশ্চিমা কিছু দেশের এগিয়ে আসার ব্যাপারে মন্তব্য করতে গিয়ে লাভরভ বলেন, এক্ষেত্রে কোন দেশেরই পরস্পরের ব্যাপারে অভদ্র আচরণ করা উচিত হবে না। ‘যথাযথ সম্মান জানানো ছাড়া চীন ও রাশিয়ার সাথে আলোচনা করা বা আমাদেরকে খাট করে দেখা বা আমাদেরকে অপমান করা ব্যক্তিরা হচ্ছেন মূল্যহীন রাজনীতিবিদ ।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone