তাইওয়ানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা
তাইওয়ানে টানেলের মধ্যে ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় এপর্যন্ত ৫৪ জন নিহত এবং ২০০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। খবর রয়টার্স। শুক্রবার সকালে পূর্ব তাইওয়ানে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আট বগির ট্রেনটিতে ৪৯০ জন যাত্রী ছিল বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। তাইওয়ানের দমকল বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, রাজধানী তাইপে থেকে তাইতুংয়ে যাওয়ার পথে হুয়ালিয়েন শহরের উত্তরে একটি সুড়ঙ্গে দুর্ঘটনায় পড়ে যাত্রীবাহী এই ট্রেন। সুড়ঙ্গের দেয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধার তৎপরতা চালাতে বেশ বেগ পেতে হচ্ছে। বিবিসি জানিয়েছে, সুড়ঙ্গের মুখে নির্মাণ কাজে ব্যবহৃত একটি ট্রাকের সঙ্গে ট্রেনটি ধাক্কা খায়। আট বগির এই ট্রেনটি দেশে বাৎসরিক ছুটির আগে যাত্রীবোঝাই করে গন্তব্যে যাচ্ছিল। দাঁড়িয়েও ভ্রমণ করছিলেন অনেকে। তাইওয়ানে গত ৪০ বছরের মধ্যে এটাই সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। এর আগে ২০১৮ সালে উত্তর তাইওয়ানে একটি ট্রেন দুর্ঘটনায় ১৮ জনের প্রাণহানি হয়। আহত হন অন্তত ১৭৫ জন।