আল কায়েদার টেপ: একজন গ্রেপ্তার
এইদেশ এইসময়, ঢাকা : আল কায়েদা প্রধান আয়মান আল-জাওয়াহারির নামে কথিত অডিও বার্তা ওয়েবসাইটে প্রচারের অভিযোগে রাসেল বিন সাত্তার নামে এক যুবককে আটক করেছে র্যাব।
মঙ্গলবার ভোরে টাঙ্গাইলের মাঝিপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। তার কাছ থেকে তিনটি মোবাইল সেট, দুইটি ল্যাপটপ ও বেশ কিছু জিহাদী বই উদ্ধার করা হয়েছে।
র্যাবের অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল হাসান বিষয়টি নিশ্চিত করে এইদেশ এই সময়কে , আটককৃত রাসেল বিন সাত্তার গত বছরের নভেম্বর মাসে কথিত অডিও বার্তাটি ওয়েব সাইটে প্রচার করে। সে বাঁশের কেল্লা পেজের একজন এডমিন। তার ফেসবুকে সরকার বিরোধী অনেক কমেন্টস পাওয়া গেছে।
Posted in: জাতীয়