বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Tuesday, December 24, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » মোহাম্মদ নাসিমের ৭৪তম জন্মদিনে দোয়া চাইলেন পুত্র জয়

মোহাম্মদ নাসিমের ৭৪তম জন্মদিনে দোয়া চাইলেন পুত্র জয় 

194247615841

কেক কাটা ও দোয়া মাহফিলের মধ্যে দিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর প্রয়াত সদস্য ও সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিমের ৭৪তম জন্মদিন উদযাপন হয়েছে। আজ সিরাজগঞ্জে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নানা কর্মসূচির আয়োজন করে।

আজ বিকেলে সিরাজগঞ্জ সরকারি পলিটেকনিক ইন্সটিটিউট ছাত্রলীগের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত ও কেক কাটা হয়। অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন মোহাম্মদ নাসিমের পুত্র ও সংসদ সদস্য তানভীর শাকিল জয়। সিরাজগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউট ছাত্রলীগের সভাপতি আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহমেদসহ ছাত্রলীগের নেতারা বক্তব্য রাখেন।

সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয় বলেন, আমরা অনেক দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আজকের এই আয়োজনটি করছি। আমাদের প্রিয়নেতা আমাদের ছেড়ে চলে গিয়েছেন। ওনাকে আমরা আমাদের মাঝে আর কখনো ফিরে পাবোনা। আমরা সেই কষ্ট বুকে চাপা দিয়েই আমরা আমাদের প্রিয়নেতার জন্মজয়ন্তী উদযাপন করছি।

তিনি আরও বলেন, আমি সকলকে অনুরোধ করবো যে আপনারা সকলে দোয়া করবেন আমাদের প্রিয়নেতাকে আল্লাহ যেন জান্নাতবাসী করেন।

তানভীর শাকিল জয় বলেন, করোনাভাইরাসের ব্যাপক প্রকোপে সারাদেশ আজ বিপদে তাই আমি আমার ছাত্রলীগের সকল ভাইকে অনুরোধ করবো সকলেই স্বাস্থ্যবিধি অনুসরণ করবেন এবং সামাজিক দূরত্ব বজায় রাখবেন। আমরা এই করোনা ভাইরাসের বিপক্ষে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকলে মোকাবেলা করবো।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone