আইপিলের শুরুতে মুস্তাফিজকে পাচ্ছে না রাজস্থান
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্দশ আসর শুরু হচ্ছে আগামী ৯ এপ্রিল থেকে। এবারের আসরে রাজস্থান রয়্যালসের হয়ে খেলবেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। তবে শুরু থেকে তাকে পাচ্ছে না রাজস্থান।
নিউজিল্যান্ড সফর শেষ করে মুস্তাফিজরা দেশে ফিরবেন ৪ এপ্রিল। পরদিন ভারতে উড়াল দিবেন মুস্তাফিজ। তবে সেখানে তাকে ৭ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।
রাজস্থান রয়্যালস তাদের প্রথম ম্যাচ খেলবে ১২ এপ্রিল। মুস্তাফিজকে সেই ম্যাচে রাজস্থান পাচ্ছে না তা নিশ্চিতভাবেই বলা যায়। শঙ্কা আছে দ্বিতীয় ম্যাচ নিয়েও। তবে কোয়ারেন্টিন শেষ করতে পারলে এই ম্যাচে খেলার জন্য বিবেচিত হবেন।
ইনজুরির কারণে রাজস্থানের শুরুর ম্যাচগুলোতে খেলতে পারবেন না ইংলিশ পেসার জফরা আর্চার। আর তাই শুরুতে মুস্তাফিজকে দলের প্রয়োজনও বেশি। মুম্বাইয়ে পাঞ্জাব কিংসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে রাজস্থান রয়্যালস।