উপজেলা নির্বাচনে সুষ্ঠু পরিবেশ তৈরি করতে ইসি ব্যর্থ হয়েছে : ফখরুল
প্রধান প্রতিবেদক : জাতীয় নির্বাচনের মতো উপজেলা নির্বাচনেও সুষ্ঠু পরিবেশ তৈরি করতে নির্বাচন কমিশন (ইসি) ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জাতীয়তাবাদী তাঁতীদলের ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকালে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।
ফখরুল বলেন, উপজেলা নির্বাচনে সরকার বিরোধী দলের নেতা-কর্মীদের প্রচারণা চালাতে বাধা দিচ্ছে। যৌথ বাহিনীর নামে বিরোধী নেতা-কর্মীদের হত্যা করছে। তবে নির্বাচন সুষ্ঠু হলে সিটি নির্বাচনের মতো উপজেলা নির্বাচনেও বিএনপি’র প্রার্থীরা ভালো করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, সরকার একদলীয় শাসন কায়েম করতেই একের পর এক আইন তৈরি করছে। যা সুষ্ঠু গণতন্ত্রের জন্য অন্তরায়।
তিনি আরো বলেন, এ সরকার জগদ্দল পাথরের মতো দেশবাসীর ওপর যেভাবে চেপে বসেছে তা থেকে জনগণ মুক্তি চায়।