মালিতে জঙ্গি হামলায় ৪ শান্তিরক্ষী নিহত
মালির উত্তরাঞ্চলীয় আগুয়ালহকে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের ক্যাম্পে শুক্রবার সন্দেহভাজন জিহাদিদের ব্যাপক হামলায় চার শান্তিরক্ষী নিহত হয়েছে। জাতিসংঘ মিশন একথা জানিয়েছে। খবর এএফপি’র। এ ঘটনায় আহত হয়েছেন ১৯ জন। শুক্রবার এ হামলার ঘটনা ঘটে বলে জাতিসংঘ মিশন জানিয়েছে। এক বিবৃতিতে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনি গুতেরেস বলেন, তিনি সন্ত্রাসীদের এমন ভয়াবহ হামলার কঠোর নিন্দা জানান এবং সাহসিকতার সঙ্গে সন্ত্রাসীদের মোকাবিলা করার প্রশংসা করেন। মোটরসাইকেল ও গাড়িতে করে এসে এ হামলা চালানো হয়। এতে প্রায় একশ’ হামলাকারী অংশ নেয়। সূত্রটি জানায়, উভয়পক্ষের মধ্যে প্রায় তিন ঘণ্টা ধরে এ সংঘর্ষ চলে। এ সময় আত্মঘাতী গাড়ি বোমার বিস্ফোরণ ঘটানোরও চেষ্টা চালানো হয়। শান্তিরক্ষী মিশনের পাল্টা অভিযানে প্রায় ২০ হামলাকারী নিহত হয়।