বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » ইন্দোনেশিয়া ও জাপানের মধ্যে অস্ত্র স্থানান্তর চুক্তি সই

ইন্দোনেশিয়া ও জাপানের মধ্যে অস্ত্র স্থানান্তর চুক্তি সই 

2121

ইন্দোনেশিয়া ও  জাপান নিজেদের মধ্যে অস্ত্র স্থানান্তরের জন্য একটি দ্বিপক্ষীয় চুক্তি করেছে। চীনের জোরদার কার্যকলাপের মুখে দু’ই দেশ এ চুক্তি সই করলো । চুক্তির ফলে চিন্তায় পড়েছে চীন। জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিতসু মোতেগি বলেছেন, শান্তি ও সমৃদ্ধির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন কঠিন হয়ে পড়েছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী নোবউ কিশি বলেছেন, একসাথে আমরা একটি মুক্ত এবং খোলা সমুদ্র বজায় রাখব। খবর ডিফেন্স নিউজ। এর আগে, পূর্ব ও দক্ষিণ চীন সমুদ্রে চীনের ক্রমবর্ধমান প্রভাব এবং আঞ্চলিক দাবি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল জাপান ও ইন্দোনেশিয়া। পরে দুই দেশের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রীদের মধ্যে নিরাপত্তা আলোচনার সময় এই চুক্তি হয়েছিল।

 

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone