আইপিএলে ব্যর্থ হবে সাকিব-মুস্তাফিজের দল!
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্দশ আসর শুরু হচ্ছে আগামী ৯ এপ্রিল। এবারের আসরে খেলছেন দুই বাংলাদেশি তারকা সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। সাকিব খেলছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে, অন্যদিকে মুস্তাফিজ খেলছেন রাজস্থান রয়্যালসের হয়ে। তবে এই আসরে সাফল্যের দেখা পাবেনা এই দুই দল, থাকবে পয়েন্ট তালিকার তলানির দিকে- এমনটাই মনে করেন নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার স্কট স্টাইরিশ।
আইপিএল শুরুর এক সপ্তাহ আগেই সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ভবিষ্যদ্বাণী করেছেন স্টাইরিশ। তার মতে, এবারও আইপিএলের শিরোপা জিতবে রোহিত শর্মার দল মুম্বাই ইন্ডিয়ান্স। গতবারের মতো এবারো ফাইনাল খেলবে দিল্লি ক্যাপিটালস।
স্টাইরিশ তৃতীয় স্থানে রেখেছেন পাঞ্জাব কিংসকে। সানরাইজার্স হায়দরাবাদকে তালিকার চতুর্থ স্থানে রেখেছেন তিনি। পাঁচে রেখেছেন বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে। এরপর ছয় ও সাতে রেখেছেন রাজস্থান রয়্যালস ও কলকাতা নাইট রাইডার্সকে। স্টাইরিশের মতে, সবার শেষে অবস্থান করবে মহেন্দ্র সিং ধোনির দল চেন্নাই সুপার কিংস।