যুবরাজ হামজা বিন হুসাইন গৃহবন্দী
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ বিন হুসাইনকে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রের অভিযোগে বাদশাহর সৎ ভাই ও দেশটির সাবেক যুবরাজ হামজা বিন হুসাইনকে গৃহবন্দী করার দাবি করা হয়েছে। শনিবার এক ভিডিও বার্তায় প্রিন্স এ তথ্য জানিয়েছেন। সাবেক ক্রাউন প্রিন্স হামজা দেশটির নেতাদের বিরুদ্ধে দুর্নীতি, অযোগ্যতা ও হয়রানির অভিযোগ তুলছিলেন। অভ্যুত্থানের ষড়যন্ত্রের পরিকল্পনার সঙ্গে জড়িত থাকায় জর্ডানে শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন নেতাকে আটক করা হয়। প্রিন্স দাবি করেছেন, তিনি কোনো বিদেশি রাষ্ট্রের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত নন। তবে তিনি বিদ্যমান শাসন ব্যবস্থাকে দুর্নীতিগ্রস্ত বলে আখ্যা দিয়েছেন।