বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » ছত্তিশগড়ে মাওবাদীদের হামলায় ২২ নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত

ছত্তিশগড়ে মাওবাদীদের হামলায় ২২ নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত 

ভারতের ছত্তিশগড়ে মাওবাদীদের সঙ্গে সংঘর্ষে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) ২২ সদস্য নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও ৩১ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া আরও বেশ কয়েকজন নিরাপত্তা সদস্য এখনও নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। খবর এনডিটিভির।

বিজাপুরের পুলিশ সুপার কমললোচন কাশ্যপ বলেছেন, ‘ছত্তিশগড়ের সুকমা-বিজাপুর সীমান্তে মাওবাদী হামলায় ২২ জওয়ান প্রাণ হারিয়েছেন, জখম হয়েছেন ৩১ জন।’ এর আগে শনিবার মাওবাদী দমন অভিযানে আধাসামারিক বাহিনীর পাঁচ সদস্য নিহত হয় বলে জানিয়েছিল ছত্তিশগড়ের পুলিশ। রোববার সকালে সেই সংখ্যা কিছুটা বাড়ে।

জানা গেছে, গেরিলা যুদ্ধের কায়দায় নিরাপত্তারক্ষীদের ঘিরে ধরে হামলা চালায় মাওবাদীরা। শনিবারের ঘটনার ১০ দিন আগেই ছত্তিশগড়ের নারায়ণপুর জেলায় মাওবাদীদের আইইডি বিস্ফোরণে পাঁচজন নিরাপত্তারক্ষী নিহত হন। উল্লেখ্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলকে ফোন করে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। তিনি সিআরপিএফের ডিজিকে দ্রুত বিজাপুরে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। অমিত শাহ টুইট করে জানিয়েছেন, ‘মাওবাদীদের হামলায় শহিদ নিরাপত্তরক্ষীদের বলিদানকে কুর্নিশ জানাই। দেশ তাদের এই বলিদান ভুলবে না। আমার সমবেদনা তাদের পরিজনদের প্রতি রয়েছে। আমরা শান্তি ও উন্নতির পথে বাধা শত্রুর বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যাব। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।’

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone