মিয়ানমারে অভ্যুত্থান-বিরোধী বিক্ষোভে মৃত্যুসংখ্যা ৫৫০ ছাড়ালো
মিয়ানমারে প্রায় দুই মাসের সামরিক শাসনবিরোধী বিক্ষোভে মৃত্যুসংখ্যা সাড়ে পাঁচ শ ছাড়িয়েছে। অধিকার সংস্থা অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স (এএপিপি) এই তথ্য জানিয়েছে। এএপিপি জানায়, নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ৫৫৭ হয়েছে। গ্রেপ্তার বা আটক ব্যক্তির সংখ্যা আড়াই হাজারের বেশি। তবুও বিক্ষোভ অব্যাহত রয়েছে। খবর রয়টার্সের।
এমন পরিস্থিতির মধ্যে মোবাইল ডাটায় নিষেধাজ্ঞা জারির পর এবার শুক্রবার সকাল থেকেই ইন্টারনেট সেবা ব্যবহার করতে পারেনি মিয়ানমারের বেশির ভাগ নাগরিক। অনির্দিষ্টকালের জন্য ওয়্যারলেস ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা বন্ধ ঘোষণা করেছে দেশটির সামরিক সরকার।গত ১ ফেব্রুয়ারি হঠাৎই শাসনক্ষমতা নিজেদের হাতে তুলে নেয় মিয়ানমার সেনাপ্রধান। এই অভ্যুত্থানের প্রতিবাদে পথে নামে দেশের আমজনতা। কোথাও তারা বিক্ষোভ দেখাচ্ছে, তো কোথাও আবার শান্তিপূর্ণ অবস্থান করছে। তাদের দমাতে গুলি চালাচ্ছে সেনাসরকার।