মৃত্যুর গুজব ছড়িয়ে দেওয়ায় ক্ষুব্ধ কণ্ঠশিল্পী আকবর
তোমার হাত পাখার বাতাসে খ্যাত কণ্ঠশিল্পী আকবর ক্ষুব্ধ হয়েছেন। কে বা কারা ফেসবুকে তার মৃত্যুর খবর ছড়িয়েছেন। আর এই বিষয়টাই তিনি মেনে নিতে পারেননি।
আকবর একটি ফেসবুক অ্যাকাউন্টের স্ক্রিনশট প্রকাশ করে লিখেছেন, ‘আমার মৃত্যুর খবর প্রচার করে দিয়েছে। এরা কতটা নিম্ন মানসিকতার মানুষ ভালো করে খবর না নিয়ে আমার মৃত্যুর খবর ফেসবুকে ছড়িয়ে দিল!’
স্ক্রিনশটটি বিশ্লেষণ করে দেখা যায়, শাহরিয়ার হোসেন মৃধা নামের একটি অ্যাকাউন্ট থেকে মৃত্যুর খবর ছড়ানো হয়েছে গত ২১ ফেব্রুয়ারি। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় মর্মাহত হয়ে কণ্ঠশিল্পী লিখেছেন,’আমি সবার উদ্দেশ্যে বলছি ফেসবুকটা ভালো কাজে লাগান খারাপ কাজে নয়।’
নাফিজ নামের একজন প্রতিক্রিয়ায় লিখেছেন, ‘ফেসবুক মানে কি বিভ্রান্ত মূলক তৎপরতা? নাকি সামাজিক যোগাযোগ মাধ্যম এটা? কিছু লোক আছে সেলিব্রিটি গায়ক গায়িকা বা নায়ক নায়িকাদের মৃত্যুর খবর ভাইরাল করে দেয়। এরা কারা? এদের কে ধরে পুলিশে দিন। এরা কখনও কি মরবেনা? এদের কি কখনও মরনের ভয় নেই?’
মুমূর্ষু অবস্থা থেকে ফিরে এসেছেন কণ্ঠশিল্পী আকবর। করোনাকালীন তিনি প্রচণ্ড অসুস্থ ছিলেন। হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাকে। গিয়েছিলেন ভারতে চিকিৎসা নিতে।
এ গায়ক জানালেন, তিনি এখন সুস্থ। আপাতত কোনো অসুস্থতা নেই। তবে ঔষধ খেতে হচ্ছে। আগের মতো আবার স্বাভাবিক জীবন যাপন করছেন। স্টেজ শো করছেন। নতুন গানে কণ্ঠও দিয়েছেন। থার্টিফার্স্ট নাইট থেকে আকবর স্টেজ শোতে ফিরেছেন বলেও জানালেন। জানুয়ারি-ফেব্রুয়ারি মিলিয়ে ছয়টির মতো স্টেজ শো করেছেন। বেশিরভাগই পাঁচ তারকা হোটেলে কর্পোরেট শো।
প্রায় একবছর পর নতুন গানে কণ্ঠ দিয়েছেন বলে জানালেন ‘হাত পাখার বাতাস’ গান দিয়ে পরিচিতি পাওয়া গায়ক আকবর। তিনি বলেন, সুস্থ হওয়ার পর গতরাতেই প্রথম নতুন গানে কণ্ঠ দিয়েছি। গানটির কথা ও সুর করেছেন স্বপন আহসান। গানটির রেকর্ডিং হয়েছে একটি বেসরকারি রেডিও স্টেশনে।