পিছিয়ে পড়েও জিতল ম্যানইউ
ইংলিশ প্রিমিয়ার লিগে দারুণ জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। রোববার রাতের ম্যাচে ব্রাইটন এন্ড হোভ অ্যালবিয়নকে ২-১ গোলে হারিয়েছে পল পগবারা।
ওল্ড ট্র্যাফোর্ডে একের পর এক আক্রমণে স্বাগতিকদের রক্ষণ কাঁপিয়ে দেয় ব্রাইটন। গোলের জন্যও বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তাদের। ম্যাচের ত্রয়োদশ ব্রাইটনকে এগিয়ে দেন ড্যানি ওয়েলব্যাক। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় ম্যানইউ। ৬২তম মিনিটে দলকে সমতা ফেরান মার্কাস র্যাশফোর্ড। আর ম্যাচের ৮৩তম মিনিটে পল পগবার কাছ থেকে বল পেয়ে হেডে গোল করেন ম্যাসন গ্রিনউড। ম্যাচের বাকি সময় আর গোল না হওয়ায় জয় নিয়েই মাঠ ছাড়ে গুনার সুলশারের দল।
প্রিমিয়ার লিগে এটি ম্যানইউয়ের টানা তৃতীয় জয়। এ জয়ের ফলে ৩০ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার দুই নম্বরে আছে দলটি। ৩১ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে সবার উপরে রয়েছে ম্যানসিটি।