আরব আমিরাতে কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী শাহেদ আহমেদ
আরব আমিরাত প্রবাসী শাহেদ আহমেদ ‘বিগ টিকেট’ র্যাফেল ড্রয়ে এক কোটি দিরহাম (বাংলাদেশি মুদ্রায় ২৩ কোটি টাকা) জিতেছেন। ৫৫ বছর বয়সী শাহেদ আহমেদের বাড়ি চট্টগ্রামে। শাহেদ গত ৪০ বছর ধরে আমিরাতের আল আইন শহরে বাস করছেন। তিনি একটি কার ওয়ার্কশপের মালিক। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানায়, শাহেদ শনিবার ‘বিগ টিকেট’ এর র্যাফেল ড্রয়ে প্রথম পুরষ্কার জিতেছে। শাহেদ আহমেদ গালফ নিউজকে জানিয়েছেন, আমি খুব খুশি, আমি এই প্রথমবারের মতো (এই লটারি) জিতেছি।’তিনি স্ত্রী, তিন ছেলে ও মেয়েকে আমিরাতে নিয়ে যেতে চান। এ ছাড়া দেশে একটি বাড়ি করারও ইচ্ছা আছে তার। আবুধাবির ব্যবসা বড় করবেন, ছেলের পড়াশোনায় খরচ করবেন। গত ২৬ মার্চ ‘বিগ টিকেট’র ২২৬ নম্বর র্যাফেল ড্রয়ের জন্য তিনি ৫০০ দিরহাম দিয়ে ০০৮৩৩৫ নম্বরের টিকেটটি কিনেছিলেন।