বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » পোশাক কারখানা পরিদর্শনে ঢাকায় বিদেশি ক্রেতারা

পোশাক কারখানা পরিদর্শনে ঢাকায় বিদেশি ক্রেতারা 

Garments-ai

নিউজ ডেস্ক : বাংলাদেশের পোশাক কারখানা পরিদর্শনে নিরাপত্তা বিশেষজ্ঞ এনেছে সুইডেনের ক্রেতা প্রতিষ্ঠান এইচঅ্যান্ডএম ও ইতালির বেনেটন। আগামীকাল বুধবার থেকে তারা পোশাক কারখানা পরিদর্শন শুরু করবে। এ বছরের সেপ্টেম্বর পর্যন্ত পরিদর্শন কার্যক্রম চলবে। ফ্রান্সভিত্তিক সংবাদ মাধ্যম এএফপি আজ মঙ্গলবার এ সংবাদ প্রকাশ করেছে।

এক বছর আগে সাভারের রানা প্লাজায় এক হাজার ১শত ৩৫ জন শ্রমিক নিহত হবার পর দেশের পোশাক আমদানিকারক প্রতিষ্ঠানগুলো কারখানা পরিদর্শনে বিশেষজ্ঞ পাঠাল। কয়েক ডজন অগ্নি কর্মকর্তা ও স্থাপত্য প্রকৌশলী বাংলাদেশের দেড় হাজারের বেশি পোশাক কারখানা পরিদর্শন করবে। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক উৎপাদনকারী দেশ এবং এই খাত দক্ষিণ এশিয়ার জীর্ন অর্থনীতিকে জাগিয়ে রাখার প্রধান অবলম্বন। কিন্তু এ খাতে মারাত্মক নিরাপত্তা সংকট রয়েছে।

২০১২ সালের নভেম্বরে ঢাকায় তাজরিন ফ্যাক্টরিতে অগ্নিকা-ে এক শত ১১ জন শ্রমিকের মৃত্যুর পর বিষয়টি আলোচনায় আসে। এর ছয় মাস পর ২৪ এপ্রিল ২০১৩ সালে সাভারের রানা প্লাজা ধ্বসে প্রাণ হারায় ১১৩৫ পোশাক শ্রমিক। আহত হন কয়েক হাজার কর্মী।

এই দুর্ঘটনার পর পশ্চিমা বিশ্বের বড় ব্রান্ড স্পেনের ম্যাঙ্গো, ব্রিটেনের প্রিমার্ক, ইতালির বেনেটন, সুইডেনের এইচঅ্যান্ডএম এবং স্পোর্টস ব্রান্ড এডিডাস কারখানার নিরাপত্তা ও পরিবেশ উন্নয়নে জোর দেয়। এজন্য তারা প্রয়োজনীয় অর্থ ও ব্যাংক ঋণের সহায়তা দিতেও একমত হয়।

পরিদর্শন দলের এক ব্যবস্থাপক রব ওয়েস বলেন, চার ধরনের প্রকৌশলী দলের সকলে এখানে এসেছেন। তারা আগামীকাল বুধবার থেকে কাজ শুরু করবে এবং এ বছরের সেপ্টেম্বর পর্যন্ত তদন্ত করে রিপোর্ট জমা দেবেন। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেবে পশ্চিমা পোশাক আমদানিকারকরা।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone