শপথ নিলেন ভিয়েতনামের নতুন প্রেসিডেন্ট নগুয়েন সুয়ান ফুক
ভিয়েতনামে প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন নগুয়েন সুয়ান ফুক। সোমবার হ্যানয়ে আনুষ্ঠানিকভাবে তিনি শপথ নিয়েছেন। করোনা মহামারি সফলভাবে মোকাবেলার নেপথ্যের নায়ক হিসেবে দেশটির জনগণের কাছে তিনি প্রশংসিত হয়েছে। গত পাঁচ বছর ধরে সুয়ান ফুক ভিয়েতনামের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ সময় দেশটির অর্থনীতি চাঙ্গা হয়েছে এবং করোনা মোকাবেলায় সরকারের গৃহীত কর্মসূচি দেশে বিদেশে প্রশংসিত হয়েছে।
সোমবার ৫’শ সদস্য বিশিষ্ট নাম সর্বস্ব জাতীয় পরিষদে গোপন ভোট অনুষ্ঠিত হয়। ফুক সর্বোচচ ভোট পান। ভিয়েতনামের রাজনৈতিক বিশেষজ্ঞ নগুয়েন খাক গিয়াং উল্লেখ করেন, এটা তার প্রাপ্য পুরস্কার । শপথ গ্রহণ শেষে ফুক জাতির উদ্দেশ্যে বলেন, তিনি খুব ভাগ্যবান ও সম্মানিত বোধ করছেন।