ইন্দোনেশিয়া ও পূর্ব তিমুরে বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ৯৭
ইন্দোনেশিয়া ও পূর্ব তিমুরে আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহত মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৭ । আজ সোমবার সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। এ দুর্যোগে ইন্দোনেশিয়ায় ৭০ জন এবং পূর্ব তিমুরে ২৭ জন মারা গেছেন। খবর রয়টার্স। ইন্দোনেশিয়ার দুর্যোগ পরিচালনা সংস্থার (বিএনপিবি) মুখপাত্র রাদিত্য জাতি জানান, দেশটির প্রসারিত দ্বীপপুঞ্জের পূর্বদিকে ফ্লোরেসে ৪৯টি পরিবার ইতিমধ্যে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। লামনেলে গ্রামে কয়েক ডজন বাড়ি মাটিতে দেবে গেছে। অনেক বাড়ি বন্যার পানিতে ভেসে গেছে। ৭০ জন মারা গেছেন, আহত হয়েছেন অনেকে।
পূর্ব তিমুর সরকার জানিয়েছে, এ সাইক্লোনের ফলে সেখানে এখন পর্যন্ত ২৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। লেম্বাটা দ্বীপের কর্তৃপক্ষ জানিয়েছেন, তারা আশঙ্কা করছেন অনেকের দেহ পানিতে ভেসে গেছে। এর আগে গত জানুয়ারি মাসে ইন্দোনেশিয়ার জাভা প্রদেশে আকস্মিক বন্যায় ৪০ জনের মৃত্যু হয়। এছাড়া সেপ্টেম্বরেও ১১ জন মারা যান।
এদিকে ওই অঞ্চলে এখনো ঘূর্ণিঝড় চলছে। এতে উদ্ধারকাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইন্দোনেশিয়া ও পূর্ব তিমুরের ওই সব এলাকায় অসংখ্য মানুষ অস্থায়ী আশ্রয়কেন্দ্রে রয়েছে। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, বন্যা উপদ্রুত এলাকার সর্বত্র এখন ধ্বংসস্তূপের চিহ্ন। কোথাও বাড়িঘর ভেসে গেছে, আবার কোথাও শিকড়সহ উপড়ে গেছে গাছপালা।