প্রবাসীদের সহায়তায় দিতে চালু হলো ‘প্রবাসী’ অ্যাপ
প্রবাসীদের প্রয়োজনীয় সব ধরনের তথ্য সেবা দিতে চালু হলো ‘প্রবাসী’ অ্যাপ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম রাজধানীতে সোনারগাঁও হোটেলে এই অ্যাপের উদ্বোধন করেন। তিনি বলেন, প্রবাসী এবং অভিবাসীরা অনেক সময় সঠিক তথ্যের অভাবে জালিয়াতির শিকার হোন। সেখান থেকে মুক্তি পেতে, সঠিক তথ্য দিয়ে সাহায্য করবে ‘প্রবাসী’ অ্যাপ। বাংলাদেশ থেকে প্রতিবছর পাঁচ লাখেরও বেশি মানুষ পাড়ি জমান বিদেশের মাটিতে। বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা বিপুল সংখ্যক প্রবাসীদের সহজে, স্বচ্ছন্দ্যে সেবা নিশ্চিত করতে তথ্য প্রযুক্তিকে হাতিয়ার করতে হবে, কারণ প্রযুক্তি শুধু স্বচ্ছতাই সৃষ্টি করে না, সময় ও অর্থেরও সাশ্রয় করে। এ ক্ষেত্রে প্রবাসীদের জন্য নতুন দুয়ার উন্মোচিত হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন। অ্যাপটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত স্মার্টফোনে চলবে। গুগল অ্যাপ স্টোরে ‘probashi’ লিখে খোঁজ করলে অ্যাপটি পাওয়া যাবে।