থাইল্যান্ডে বিক্ষোভে পুলিশ কর্মকর্তা নিহত, আহত ৪২
ইন্টারন্যাশনাল ডেস্ক : সরকার বিরোধী বিক্ষোভকারীদের ব্যাংকক থেকে অপসারণ করতে গিয়ে আজ মঙ্গলবারের সংঘর্ষে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো ৪২ জন। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ চলাকালে ওই পুলিশ কর্মকর্তার মাথায় গুলি লাগে। হাসপাতালে নেয়ার সময় তিনি মারা যান। এ সংঘর্ষে আহত হয়েছেন আরো ১৪ পুলিশ সদস্য। দেশটির পুলিশ প্রধান আব্দুল সেইঙ্গসিংকেভ এ তথ্য জানিয়েছেন।
অবরুদ্ধ সরকারি ভবন থেকে বিক্ষোভকারীদের সরাতে পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করেছে। বিক্ষোভকারীদের মোকাবেলায় আন্দালনবিরোধী স্কোয়াডসহ হাজার হাজার পুলিশ মোতায়েন করে সরকার। এ নিয়ে সৃষ্ট পরিস্থিতিতে এ হতাহতের ঘটনা ঘটে।
এদিকে দেশটির এরোয়ান ইমার্জেন্সি মেডিকেল সার্ভিস বার্তা সংস্থা এপিকে জানায়, সংঘর্ষে কমপক্ষে ৪২ জন আহত হয়েছেন। তারা পুলিশ না বিক্ষোভকারী তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
প্রসঙ্গত, বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার পদত্যাগ এবং অনির্বাচিত পিপলস কাউন্সিলের সংস্কার দাবিতে টানা আন্দোলন চালিয়ে আসছেন।