বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Thursday, December 26, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » পশ্চিমবঙ্গে তৃতীয় দফায় ভোট গ্রহণ চলছে

পশ্চিমবঙ্গে তৃতীয় দফায় ভোট গ্রহণ চলছে 

321

করোনাভাইরাসের ঊর্ধ্বগতির মধ্যেই শুরু হয় ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের তৃতীয় দফা ভোট গ্রহণ। বাকি থাকছে আরো পাঁচ দফার নির্বাচন। উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করছেন সাধারণ ভোটাররা। দীর্ঘ লাইন দিয়ে ভোট দিচ্ছেন সাধারণ ভোটাররা। আজ স্থানীয় সময় সকাল ৭টায় শুরু হওয়া এই ভোটগ্রহণ চলবে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত। নির্বাচনের তৃতীয় দফায় কলকাতা লাগোয়া দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং হুগলী জেলার ৩১ আসনে ২০৫ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। তামিলনাড়ু ও কেরালাতে এক দফার ভোট অনুষ্ঠিত হচ্ছে আজ। ভোট নেওয়া হচ্ছে পুদুচেরিতেও।

উল্লেখযোগ্য তারকা প্রার্থীদের মধ্যে রয়েছেন, পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, পাপিয়া অধিকারী ও তনুশ্রী চক্রবর্তীর মতো তারকা এবং রাজনীতিকরা। এদিকে, ভোট শুরুর আগে হাওড়ার স্থানীয় এক তৃণমূল নেতার বাড়ি থেকে ৪টি ইভিএম মেশিন উদ্ধার করা হয়। এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে বিজেপি। পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষ বলেন, ইভিএম-এর উপর বিশ্বাস নেই, ইভিএম গণ্ডগোল, আবার ইভিএম নিয়ে বাড়িতে রেখে দিচ্ছে। এদিক ওদিক করে গণ্ডগোল করে জেতার চেষ্টা করছে এটা পুরোনো অভ্যাস।

করোনাভাইরাস মহামারীর সংক্রমণ রোধে প্রত্যেকটি রাজ্যেই বুথের সংখ্যা অনেক বাড়ানো হয়েছে যেন শারিরীক দূরত্ব নিশ্চিত করা যায়। এরপর চতুর্থ দফায় ১০ এপ্রিল ৪৪টি আসন, ১৭ এপ্রিল পঞ্চম দফায় ৪৫টি, ২২ এপ্রিল ষষ্ঠ দফায় ৪৩টি এবং সপ্তম দফায় ২৬ এপ্রিল ৩৬টি আসনে ভোটগ্রহণ করা হবে। সবশেষ অষ্টম দফায় ৩৫টি আসনে ভোটগ্রহণ হবে ২৯ এপ্রিল। ২ মে ১৭তম পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ করা হবে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone